মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | কালচে অক্ষরে জেলের গল্প, কতটা মন ছুঁতে পারল ‘ব্ল্যাক ওয়ারেন্ট’?

Reporter: পরমা দাশগুপ্ত | লেখক: পরমা দাশগুপ্ত | Editor: শ্যামশ্রী সাহা ৩০ জানুয়ারী ২০২৫ ১১ : ২৭Snigdha Dey


পর্দায় এবার তিহার জেলের অন্দরের কাহিনি। মন ছুঁতে পারল কি ‘ব্ল্যাক ওয়ারেন্ট’? সিরিজ দেখে লিখছেন পরমা দাশগুপ্ত

পুলিশের গল্প নেহাত কম দেখেনি বলিউড। জেলের গল্পও কম নেই তালিকায়। নেটফ্লিক্সের নতুন সিরিজে যদি সেই ‘লার্জার দ্যান লাইফ’ উপাখ্যান কিংবা সিনেম্যাটিক রোমাঞ্চ খোঁজেন, ভুল করবেন। কারণ, বিক্রমাদিত্য মোতওয়ানের সদ্য মুক্তি পাওয়া সিরিজ ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ তার ধারপাশ দিয়েও হাঁটেনি। বরং তুলে এনেছে রাজধানী দিল্লির হাই প্রোফাইল তিহার জেলের অন্দর কি বাত। তার চার দেওয়ালের অন্দরে এ দেশের ঘৃণ্যতম অপরাধে অভিযুক্ত দোষী থেকে হাই প্রোফাইল অপরাধী, কিচ্ছু না করেও স্রেফ মিথ্যের জালে জড়িয়ে বা পুলিশ-প্রশাসনের চাপে দোষ কবুল করে ফেঁসে যাওয়াদের দল থেকে এক্কেবারে মামুলি অপরাধের ছাপোষা বন্দিদের গা ঘেঁষাঘেষি ‘ক্যাটল ক্লাস’ সহাবস্থান। তার চৌহদ্দিতে দুর্নীতি আর রাজনীতির অঙ্ক গুলিয়ে দেয় চোর আর পুলিশের মধ্যেকার ফারাক, ক্ষমতা কিংবা টাকার লোভই ঠিক করে কার হাতে থাকবে জেলের রাশ। কারচুপি আর গালিগালাজের মতোই অবিশ্রান্ত চলতে থাকে মারধর, খুনোখুনির গ্যাং ওয়ার। ফাঁসির আদেশের কালো রঙের মোনোক্রোমে লেখা নয় সেই জেলের দিনলিপি। বরং তার সবটুকু জুড়ে থাকে ধূসরের হরেক রকম শেড।

 


এহেন তিহার জেলেই সত্তরের দশকে পা রাখে আপাদমস্তক সাদা মনের, নরমসরম, ছাপোষা মধ্যবিত্ত বাড়ির ছেলে সুনীল গুপ্তা (জাহান কাপুর)। সরকারি চাকরির খোঁজে জেলারের চাকরি নিয়ে আসা এএসপি সুনীলের সঙ্গে একই পদে যোগ দেয় দুই সহকর্মী— কাজ থেকে মেজাজে খাস হরিয়ানভি বিপিন দাহিয়া (অনুরাগ ঠাকুর) এবং পুরোদস্তুর পাঞ্জাব দা পুত্তর শিবরাজ সিং মঙ্গত (পরমবীর চিমা)। তাদের উপরতলায় ডিএসপি রাজেশ তোমর (রাহুল ভাট), এসপি জে পি সিং (জয় সেনগুপ্ত) এবং এসপি মুখোপাধ্যায় (টোটা রায়চৌধুরী)। জেলের অন্দরে যখন-তখন সাপের মতো ফনা তোলা হিংস্রতায়, ত্যাগী-হাড্ডি-সর্দার গ্যাংয়ের শত্রুতার ত্রিকোণমিতিতে, চোখের সামনে ফাঁসিতে লটকে তরতাজা মানুষের প্রাণ যেতে দেখার মানসিক চাপে, অসহায় কিছু বেকসুর বন্দির দুর্দশা সইতে না পেরে দমবন্ধ হয়ে আসতে থাকে সাধাসিধে, নরমসরম সুনীলের। তাতে জুড়ে যায় জেলের চাকরি ঘিরে নিজের পরিবার তথা সমাজের তাচ্ছিল্য, বড়কর্তাদের দুর্নীতি চোখের সামনে দেখেও চাকরি বাঁচাতে চুপ করে থাকার যন্ত্রণা, বন্ধুদের বিশ্বাসঘাতকতা কিংবা সর্বদা তার পাশে থাকা প্রবীণ সহকর্মী সাইনি সাহাবের(রাজেন্দ্র গুপ্ত) পরিণতি। ভিতরে ভিতরে পাল্টে যেতে থাকে সুনীলও। এককালের কুঁকড়ে থাকা, কখনও অশ্রাব্য গালিগালাজ মুখে না আনা ছেলে বুক চিতিয়ে হাঁটতে শেখে, মুখ খুলতে শেখে। বদলায় না শুধু তার মনটা আর সমাজের ভাল করার খিদে। আর তাই একার লড়াইয়ে অসহায় বন্দিদের আইনি সহায়তা দেওয়ার লিগাল সেল চালু করার অনুমতিও ছিনিয়ে আনে সে। 

 


কিন্তু তিহার জেলের চেহারাটা আপাদমস্তক বদলে দিতে পারবে কি সুনীল? তোমরের শেখানো বুলি ‘এখানে প্রত্যেকেই সাপ’ কিংবা কাউকে বিশ্বাস না করার উপদেশ পেরিয়ে কি সে পাশে পাবে কাউকে? সেই কাহিনিই তুলে এনেছেন বিক্রমাদিত্য। সৌজন্যে বাস্তবের সেই তিহার জেলার সুনীল কুমার গুপ্ত এবং সাংবাদিক সুনেত্রা চৌধুরীর বই ‘ব্ল্যাক ওয়ারেন্ট: কনফেশনস অফ আ তিহার জেলার’। সাত পর্বের সিরিজে রয়েছে জেলের ভিতর অবাধে মাদক কারবার থেকে গ্যাংওয়ারের গল্প, ‘বিকিনি কিলার’ চার্লস শোভরাজ (সিদ্ধান্ত গুপ্ত)-এর জেলে বসেও মদ্যপান, নারীসঙ্গ ও অযাচিত সুযোগসুবিধা পাওয়ার কাহিনি, দিল্লিতে দুই ভাইবোনের ধর্ষণ-খুনের হাড়হিম করা ঘটনায় দুই অপরাধী রঙ্গা-বিল্লার ফাঁসি, ইংল্যান্ডে এক ডিপ্লোম্যাট-এর হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী মকবুল ভাটের ফাঁসি, ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের জেরে শিখ সম্প্রদায়ের উপর চলা অত্যাচার, জেএনইউ-এর ছাত্র আন্দোলনের মতো সত্তর ও আশির দশকের কিছু আলোড়ন ফেলা কেস, আদালতের রায় ও বন্দিদের গল্প। 

 

সিরিজ চলে ডায়েরির মতো পুঙ্খানুপুঙ্খ ডিটেলে, অকারণ নাটকীয়তা-বর্জিত বাস্তবতায়। তবু ধৈর্য কিংবা খেই কোনওটাই হারায় না তেমন। কারণ, তার কুশীলবদের দুরন্ত অভিনয়। ছোট্ট অথচ দাগ কাটা তিন চরিত্রে দারুণ লাগে জয়, টোটা এবং প্রবীণ অভিনেতা রাজেন্দ্রকেও। তবে সবাইকে ছাপিয়ে গিয়েছেন আরেক জন। হরিয়ানভি পৌরুষ থেকে সম্পর্কের টানাপড়েন, দুর্নীতির খাতায় নাম লেখানো থেকে বন্ধুর জন্য জান লড়িয়ে দেওয়া— সবটাতেই কী অবলীলায়, অনায়াসে যেন খাপে খাপ বসে যান অনুরাগ। 
তবু এ সিরিজে একটা বিষয় বেখাপ্পা ঠেকে। প্রথম দৃশ্য থেকে শেষ মুহূর্ত, সবটুকুতেই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া এ সিরিজের নায়ক সুনীল। এ কথাটা একটু রইয়ে সইয়ে বললে, সুনীলকে আরেকটু রক্তমাংসে গড়া মনে হত।


netflixwebseriesblackwarrentreviewhindiseriesbollywoodentertainmentnews

নানান খবর

নানান খবর

Exclusive: ‘কালীদা’কে নিয়ে স্পিন-অফ ঘোষণা সুজয়ের! প্রথমবার শুনে কী বললেন পরান বন্দ্যোপাধ্যায়?

Breaking: পরান বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ‘কালীদা’র স্পিন-অফ পরিচালনা করবই, এখনই বলে দিচ্ছি!

ধারাবাহিকে নয়, রিয়্যালিটি শো নিয়ে ফিরছেন রণিতা! কবে থেকে অভিনেত্রীকে দেখা যাবে নতুন ভূমিকায়?

ভ্যাম্পায়ার প্রেমে ডুবে আয়ুষ্মান-রাশ্মিকা, ‘থামা’র জমাটি রহস্যর মধ্যে এবার আসছেন নওয়াজ?

'অনুরাগের ছোঁয়া'তে কি আবার ফিরছে 'মিশকা'? মা হওয়ার আগে কাজে ফেরা নিয়ে কী বললেন অহনা দত্ত? 

Exclusive: ‘অহল্যা দেখে খুশি হতেন, আলাদিন দেখে রেগে যেতেন!’ সত্যজিৎ রায়-কে নিয়ে একান্ত আড্ডায় সুজয় ঘোষ

‘ওদের শিল্পীদের মাথায় তুলে রাখি, আর ওরা?’ পাকিস্তানের ‘ভালবাসা’ নিয়ে তোপ জাভেদ আখতারের

হৃতিকের সঙ্গে রসায়নই হয়েছিল কাল! 'ধুম ২'-এর পর আইনি নোটিশ পেয়েছিলেন ঐশ্বর্য! কী হয়েছিল শুটিং ফ্লোরে?

‘ওঁর পাশে দাঁড়ানো যেত না...’, বাবা বিনোদ খান্নার সঙ্গে অভিনয় না করা নিয়ে বিস্ফোরক অক্ষয়!

‘পহেলগাওঁয়ে প্যান্ট খুলিয়ে ভাষা জিজ্ঞেস করা হয়নি!’ বেঙ্গালুরু অনুষ্ঠান বিতর্ক নিয়ে কেন ফের বিস্ফোরক সোনু?

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার 

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে 

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য? 

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

সোশ্যাল মিডিয়া